নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৫:৫৪ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোছাঃ বিথি আক্তার (২৭), বাগমারা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা, পিতার নাম: মোঃ রহিম উদ্দিন। সাদ্দাম হোসেন (২৪), একই এলাকার বাসিন্দা, পিতার নাম: মোঃ আবদুল হক।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) গভীর রাতে বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী সোহেল ওরফে আক্তার পালিয়ে যায়। তিনজনই বাগমারা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মামুন খালাসী বলেন, নিয়মিত ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাগমারার একটি টি-হাউজের সামনে এক যুবক ও এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ উপস্থিত হলে তারা পালানোর চেষ্টা করে। দুইজনকে আটক করা হয়, আরেকজন পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার ৫০০ টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনূর আলম দৈনিক মাতৃভূমির খবর কে বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
মাতৃভূমির খবর