: নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেটে শোকের আবহ। চলে গেলেন রমাকান্ত আচরেকার। ক্রিকেট নিয়ে উৎসাহ রয়েছে অথচ আচরেকারের নাম শোনেননি এমন মানুষ সত্যিই বিরল। শচীন টেন্ডুলকার, বিনোদ কাম্বলি, প্রভীন আমরেদের মতো নক্ষত্রদের তিনি উপহার দিয়েছেন বিশ্ব ক্রিকেটকে। ৮৭ বছর বয়সে মুম্বাই ক্রিকেটের এক রঙিন অধ্যায়ের পরিসমাপ্তি ঘটালো তার মৃত্যু। গতকাল বুধবার বিকাল চারটায় নিজ বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৩২ সালে জন্ম আচরেকারের। ১৯৬০ সালে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার হয়ে একটি মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে। খেলোয়াড়ের চেয়ে তিনি বেশি সুনাম অর্জন করেন কোচ হিসেবে। খ্যাতি ছড়িয়ে পড়াতেই ১১ বছর বয়সী টেন্ডুলকারকে তাঁর বড় ভাই নিয়ে যান সারদাশ্রম আচরেকারের একাডেমিতে। টেন্ডুলকারের প্রতিভা দেখে স্কুল বদলানোর পরামর্শ দেন প্রথমে। বান্দারার নিউ ইংলিশ স্কুল থেকে টেন্ডুলকার চলে আসেন সারদাশ্রম বিদ্যা মন্দিরে। বাকিটা ইতিহাস।
আচরেকারের ছোঁয়ায় সাফল্যের শিখরে ওঠা টেন্ডুলকার গুরুকে নিয়ে একবার বলেছিলেন, ১১ বছর বয়সেই আমার আসল ক্রিকেটের শুরু, যখন আমার বড় ভাই নিয়ে যান আচরেকারের কাছে। সেই তিন-চার বছরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমার গড়ে ওঠার পেছনে।