রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরে নতুন বছরের বিনা মূল্যে নতুন বই বিতরনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করে বই উৎসবের শুভ সূচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।
বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবি মাহমুদা খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও আফরোজা বেগম পারুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর ও নুরুল ইসলাম খলিফাসহ প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেনি পেশার সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়াও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদ হোসেন এবং রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মো¯—ফা গাজির পরিচায়নায় পৃথকভাবে নতুন বই বিতরণী উৎসব করা হয়। একইভাবে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায়ও বই উৎসব করা হয়েছে।