আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানীর টোকিওর প্রাচীন শহর কারাজুকুতে বর্ষবরণের উৎসবে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় আট জন আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে জনতার ভিড়ে গাড়ি তুলে দিয়েছে কাজুহিসু কুসাকাবে নামে এক জাপানি যুবক।
এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর এনএইচকে, বিবিসি ও দ্যা ডেইলি মেইলের।
পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী ওই গাড়ি চালককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে এটি নাশকতা না আত্মহত্যার চেষ্টা তা এখনো পরিস্কার করতে পারেনি পুলিশ।
প্রতি বছর বর্ষবরণ অনুষ্ঠানে টোকিওর সিবুইয়া ওয়ার্ডের হারাজুকু পার্কে অবস্থিত প্রাচীন মেইজি বৌদ্ধ মন্দিরে জনতার ঢল নামে।