এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুরের শিমুলিয়া গ্রামে প্রবাসী রেজাউর রহমানের জমি অবৈধভাবে ভোগ দখলের চেষ্টা করছে ভূমিদস্যু আব্বাস ও তার সহযোগী সালামতের সন্ত্রাসী বাহিনী এমন অভিযোগ করছেন প্রবাসী রেজাউর রহমান। প্রবাসী রেজাউর রহমান বলেন শিমুলিয়া গ্রামে আমার জমির উপরে আমার কোন অনুমতি না নিয়ে অবৈধভাবে গায়ের জোর খাটিয়ে আমি যাকে লিজ দিয়েছি তাকে প্রাণনাশের হুমকি ও ভয় ভীতি দেখিয়ে সন্ত্রাসী গুন্ডাবাহিনী দিয়ে আমার জমি ভোগ দখলের চেষ্টা করছে। তা সম্পূর্ণ আইনবিরোধী ও অমানবিক আমি বিষয়টি জানা মাত্রই আইনের সহযোগিতা চেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলি । তারা আমাকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। ইতিপূর্বে দীর্ঘ দুই বছর আগে এই ভূমিদস্যু ও তাদের সন্ত্রাসী গ্রুপ আমার জমি অবৈধভাবে ও আমার জমির লিজ কারি আজাহার আলী ও তার পরিবারের উপর প্রাণনাশের হুমকি দিয়ে জমি দখল করে চাষাবাদ করতে চেয়েছিল। তখন আমি প্রশাসনের হস্তক্ষেপ নিলে তৎকালীন জেলা প্রশাসক আসলাম স্যার এই স্মারক নং-০০.০০.৫০৬৩.০০১.০০.০৩৭.২০২০-১০৯৬ এ আমার জমির উপরে ১৭ ডিসেম্বর ২০২০ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট
সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দিন কে পাঠান তিনি সুষ্ঠু তদন্ত করে জমির উপরে যেয়ে উভয়পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র তাদেরকে আনতে বললে তারা আনতে না পারায় তাদেরকে অবৈধভাবে দখল না করার নির্দেশ দিয়ে জমি ছাড়তে বলে দেন। তা না করলে অন্যথায় আইনত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তাদের বিরুদ্ধে । তারা জমি ছেড়ে চলে যায় । দীর্ঘদিন সব ঠিকঠাক চলছিল হঠাৎ আবার তারা নতুন করে সেই ঘটনা আবার ঘটাচ্ছে তা সম্পূর্ণ আইন পরিপন্থি আদালত অবমাননা । যে বিষয়টি সমাধান একবার আদালতের মাধ্যমে হয়েছে সেই একই বিষয় নিয়ে বারবার হুমকি ধামকি দিয়ে জমি দখলের চেষ্টা ও আদালত অবমাননা করছে । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে তারা এই জাতীয় কাজ চালিয়ে যাবে।আমি এর সুষ্ঠু তদন্ত করে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আমার জমির উপরে আমার পেঁপে গাছ কেটেছে ,কলা গাছ কেটেছে, সিমেন্টের খুঁটি দিয়ে তার দিয়ে ঘেরা বাউন্ডারি ভেঙ্গে দিয়েছে। আমার স্যালো মেশিন তুলে নিয়ে গেছে। আমার জমির ফসল নষ্ট করেছে তারা। এতে আমার প্রায় ৬ লক্ষ টাকার উপরে ক্ষতি হয় আমি এই ক্ষতিপূরণের দাবি করছি। আমার লিজ কারী আজহার আলীকে জমিতে চাষাবাদের ব্যবস্থা গ্রহণে আইনে সহায়তা কামনা করছি।
এ বিষয়ে জমির লিজ কারী আজাহার আলীর সাথে কথা হলে তিনি বলেন আমি জমির মালিক প্রবাসী রেজাউর রহমানের কাছ থেকে ১০ বছরের লিজ নিয়ে চাষাবাদ করে আসছি। পরে আবার নতুন করে দুই বছরের লিজ বাড়িয়ে আবাদ করছি। জমির মালিকের সাথে আমার সুসম্পর্ক তিনি আমাকে স্টাম্পের মাধ্যমে লিজ দিয়েছেন। এমতাবস্থায় আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে আব্বাস ও সালামতের সন্ত্রাসী বাহিনী। আমি যাতে জমিতে ফসল আবাদ করতে না পারি।আমি জমির উপরে গেলে আমাকে মেরে ফেলবে । আমার পরিবারের উপরেও আনছে নানা ধরনের হুমকি ধামকি ও ভয় ভীতি তারা প্রদর্শন করে যাচ্ছে। প্রশাসন নাকি তাদের পকেটে । আমি কোন আইনি সহায়তায় পাবনা । প্রশাসন নাকি তাদের কিনা। আইনি সহায়তা চেয়ে আমার নাকি কোন লাভই হবে না । এমন কথা তারা বলে বেড়াচ্ছে। বরং তারাই আমাকে উল্টা প্রশাসনের ভয় ভীতি দেখাচ্ছে । অবশেষে না পেরে আমি আইনি সহায়তার জন্য প্রথমে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ করি পরে আদালতে আব্বাসকে আসামী করে ১২ জনের নামে একটি মামলা করি। যার মামলা নাম্বার ১১৬২/২০২২। আমি এই জমিতে ফসল আবাদ করে আমার পরিবারের জীবিকা নির্বাহ করে থাকি আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের জোর দাবী জানাচ্ছি । সে সাথে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।
এ বিষয়ে আব্বাসের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সন্তোষ জনক কোন সৎ উত্তর তিনি দিতে পারেননি । সেই সাথে তিনি সালামতকে দোষারোপ করেন এবং বলেন এ বিষয়ে সালামত ভালো জানেন তাকে প্রশ্ন করলে এই জমির মালিক কে ? তিনি বলেন প্রবাসী রেজাউর রহমান তাহলে আপনারা জমি দখল কেন করছেন? তখন প্রশ্নের উত্তরে গড়িমসি করেন এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।