পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ১৫ সেপ্টম্বর এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে। পটুয়াখালী জেলায় মোট ৬৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী হচ্ছে ২৫, ৬৬৭ জন। এর মধ্যে এসএসসি ৩৪টি কেন্দ্রে ১৬, ৯৯৫ জন, দাখিল ১৭ টি কেন্দ্রে ৬,১৫০ জন এবং এসএসসি ভোকেশনাল ১৩টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ২,৫৫২ জন।
উক্ত পরীক্ষা চলতি বছরের ১৯ জুন হওয়ার কথা ছিল কিন্তু সিলেটসহ বিভিন্ন জেলায় বন্যার কারনে ১৫ সেপ্টেম্বর নির্ধারন করেন শিক্ষা মন্ত্রনালয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান জানান।