বৃষ্টি মৌসুমের মধ্যে অনাবৃষ্টির পর গত তিন দিনের টানা ভারী বর্ষনে আবাদি জমিসহ ডোবা ও নালাগুলো পানিতে ভরে উঠেছে । এতে নড়াইলের আমন ধান চাষীরা যেন প্রাণ ফিরে পেয়েছেন ।
ঝর – ঝর বৃষ্টিকে উপেক্ষা করে জমি তৈরীসহ আমনের চারা রোপণে যেমন ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা । তেমনি একই সঙ্গে বেঁচে গেছে প্রায় কোটি টাকার ডিজেল।
স্থানীয় কৃষকরা জানান , চলতি বছর আমন মৌসুম শুরুর পর থেকে গত কয়েক মাস যাবত অনাবৃষ্টির ছিল । এ কারণে প্রকৃতির ওপর নির্ভরশীল আমন ধান চাষিরা পানি সংকটে জমি তৈরীসহ চারা রোপণ করতে হিমশিম খাচ্ছিলেন । জমিতে রোপণ করা ধানের চারাও শুকিয়ে যেতে শুরু করেছিল । বৃষ্টির ফলে সেগুলো এখন নতুন জীবন পেতে শুরু করেছে । মৌসুম শেষ হলেও গত তিন দিনের বর্ষণে ওইসব জমিতে পানি জমায় এবং ডোবা – নালা পানিতে ভরে যাওয়ায় কৃষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন ।
কালিয়ার যোগানিয়া গ্রামের কৃষক ধীরেন বিশ্বাস বলেন , তিনি প্রকৃতির ওপর নির্ভর করে এ বছর প্রায় এক বিঘা জমিতে আগেই চারা রোপণ করেছেন । পানির অভাবে সেই চারাগুলো মরতে শুরু করেছিল । বৃষ্টির সুবাদে সেগুলো আবার জীবন্ত হয়ে উঠছে ।
সদর উপজেলা মুলিয়া গ্রামের কৃষক নীলয় ধর বলেন, অধিক বৃষ্টি কারনে দুই বিঘা জমি তৈরী করি । দুই একদিনের মধ্যে তিনি চারা রোপণ শুরু করে দিব ।
জেলা অফিস সূত্রে জানা গেছে , বৃষ্টির অভাবে ইতোপূর্বে রোপণকৃত আমনের চারা প্রায় শুকিয়ে যেতে চলেছিল । কিন্তু টানা বর্ষণে সেগুলো যেন আবার নতুন জীবন পেতে শুরু করেছে ।সব মিলিয়ে কৃষকরা স্বস্তির নিঃশ্বাস নিয়েই কোমর বেঁধে নেমেছেন মাঠে । চলতি আমন মৌসুমে উপজেলায় প্রায় ৩৫ হাজার হেক্টরেরও বেশি জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ।
কালিয়া উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে , কালিয়ায় ২৬ হাজার ৪৩৫ হেক্টর আবাদ যোগ্য জমি রয়েছে । চলতি বছর ১১ হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে । এর মধ্যে সেচ সুবিধা বর্হিভূত জমির পরিমান প্রায় তিন হাজার হেক্টর জমি । এ সময়ে বৃষ্টি না হলে কৃষকের প্রায় ৯৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ১৩০ মেট্রিকটন ডিজেল খরচ করতে হতো ।
কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবির কুমার বিশ্বাস বলেন , অনাবৃষ্টির দুর্যোগ কাটিয়ে কাঙ্খিত বৃষ্টিতে আমন ধানের চাষ সহজ হয়ে উঠেছে । স্থানীয় কৃষকরা প্রায় কোটি টাকার ডিজেল কেনা থেকে রক্ষা পেয়েছেন । প্রকৃতির ওপর ভরসা করে ইতোমধ্যে যারা ধানের চারা রোপণ করেছেন তারা। যারা রোপণ করতে পারেননি তারাও এই সুযোগটি কাজে লাগাতে পারবেন ।
|
|
সংবাদ শিরোনাম ::
নড়াইলে টানা ভারী বর্ষণে প্রান ফিরে পেল আমন চাষীরা
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ১০:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- ৫৭০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ