নজরুল ইসলাম আলীম
সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক মাতৃভূমির খবর //
মিথ্যা মামলা থেকে অব্যহতি ও সম্পত্তি রক্ষার্থে বাকেরগঞ্জে এক ব্যবসায়ির সংবাদ সম্মেলন। ১৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে ব্যবসয়ি রিয়াজুল ইসলাম রিপন বলেন, বাকেরগঞ্জ পৌরসভার সাহেবগঞ্জ, ৫নং ওয়ার্ডের বাসিন্দা আ. খালেক হাওলাদারের পুত্র তিনি। তাদের পৈত্রিক সম্পত্তিতে গাছ-পালা লাগিয়ে ১৯৭২ সাল থেকে ভোগদখলে আছেন। ওই জমিতে রোপনকৃত গাছপালা কর্তন করে জবর দখলের পায়তারা চালাচ্ছে একই এলাকার মৃত হাতেম মোল্লার পুত্র আমির হোসেন মোল্লা। এ ঘটনায় রিপনের পিতা বরিশাল বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি এখনও চলমান।তিনি আরও জানান, ২০১৭ সালে বাকেরগঞ্জ সদর রোডস্থ আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠান রংধনু ফ্যাশনের ব্যবসায়িক কাজে ঈদের জন্য নগদ কিছু টাকার প্রয়োজন হয়৷ তখন আমির মোল্লার সাথে আমার সুসম্পর্ক থাকার সুবাদে লভাংশ্য দেয়ার চুক্তিতে ২টি চেক জমা রেখে ১ লক্ষ ৫০ হাজার টাকা ধার নেই। ঈদের বেচাকেনা শেষে আমিরকে লভাংশ্যসহ পুরো টাকা ফেরত দিয়ে দেই। আমার চেক ফেরত চাইলে সে আমার চেক ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করে ঘুরাতে থাকে। কিছু দিন পরে জানতে পারি আমির আমার বিরুদ্ধে চেক ডিফল্টের মিথ্যা একটি প্রতারণা মামলা দায়ের করে। এখানেই আমির খ্যান্ত না হয়ে বাকেরগঞ্জ থানায় একাধিক মিথ্যা অভিযোগ ও জিডি করে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। খোজ নিয়ে আরও জানতে পারি, আমিরের বিরুদ্ধে পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেনর পুত্র রবিউল হাওলাদার ৩ লক্ষ টাকার একটি প্রতারণা মামলা দায়ের করেন। আমির আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদের ভোগদখলীয় জমি জবর দখলের পায়তারা চালাচ্ছে।উল্লেখ্য, আমার বিরুদ্ধে চেক ডিফল্টের মামলাটি করা হয়েছে সেই চেকে আমার কোন স্বাক্ষর নেই।আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা থেকে অব্যহতিসহ সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষ এবং সাংবাদিক ভাইদের সুদৃষ্টি কামনা করছি।