আমজাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
—————————— ——————————
লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের যাদৈয়া জাগিদার বাড়ির পোলের গোড়ার সামনে গত- (১২ সেপ্টেম্বর) সোমবার দুপুরে মাইক্রোবাসের ধাক্কায় জাবের হোছাইন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । নিহত জাবের হোছাইন (৩০) সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে । তিনি টুমচর কামিল মাদ্রাসার ২য় বর্ষের ছাত্র ও বাংগা খাঁ ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন । জানা যায়, জাবের হোছাইন মোটরসাইকেল যোগে মান্দারী এলাকা থেকে জকসিনের দিকে যাওয়ার পথে হঠাৎ বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় । মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃদুল কান্তি কুরি ।