বাদল চৌধুরীঃ গত রবিবার বরুড়া উপজেলা চত্বরে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা কমান্ড সন্তান সংসদের যৌথ উদ্যোগে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় | কর্মসূচিতে বরুড়া মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার বলেন, বরুড়ার সাবেক ৩৪৪ নং হালে পরিত্যক্ত জমি স্বাধীনতার পর থেকে ৩৭ শতাংশ ভূমি মুক্তিযোদ্ধারা ভোগ দখল করে আসছে | ১৯৯৭ সালে বাংলাদেশ জরিপ চলাকালীন উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা কারো কোন দাবি না থাকায় মুক্তিযোদ্ধাদের দখলে থাকায় দখলীয় সূত্রে রেকর্ড করে দেন | অথচ বিআরডিবি জোরপূর্বক মুক্তিযোদ্ধাদের জমিতে ঘর তৈরি করে দখলের অপচেষ্টা করছে |তিনি আরো বলেন এ অবস্থায় মুক্তিযোদ্ধাদের জমি পুনরুদ্ধারের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে আশু ব্যবস্থা গ্রহনের জন্য জোর আবেদন জানাই | আরো বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডারে আঃ মান্নান | ইউনিয়ন কমান্ডার খোশবাস- শামসুল হক, আদ্রা -ইলিয়াস খান, শিলমুড়ি দক্ষিণ – হর্ষ বর্ধন, চিতডডা- মোসলেম উদ্দিন,গালিমপুর- মোঃ ইসমাঈল মিয়া, ঝলম- আলী মোহাম্মদ, আডডা- মোঃ মোতাহার,বাউকসার – হাবিবুর রহমান, লক্ষীপুর -মোঃ সিরাজুল ইসলাম, শিলমুড়ী উত্তর – হাফিজুর রহমান | মুক্তি যোদ্ধা কমান্ড সন্তান সংসদের সভাপতি দেওয়ান সরফে উদ্দিন টুলু,সাধারণ সম্পাদক নাজমুল হুদা ইকবাল, দপ্তর সম্পাদক শওকত আহমেদ প্রমুখ | এসময় উপস্থিত ছিলেন বরুড়ার শতাধিক বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ |
সংবাদ শিরোনাম ::
বরুড়া মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অনশন ও অবস্থান কর্মসূচি
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- ৫৮২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ