পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ সেবাগ্রহীতাদের সাথে কথা বলতে বলতে পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. সুলতান আহম্মেদ (৫২) নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
সুলতান আহম্মেদ উপজেলার আমড়াগাছি ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ৭ মাস বয়সী একটি পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, রোববার দুপুরে তার নিজ বাসভবনে সেবাগ্রহীতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। এ সময় উপস্থিত লোকজন তাকে দ্রুত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর হাসান নেয়ামত জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন- জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবুবকর সিদ্দিকী, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস ও মির্জাগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
সোমবার সকাল ১০টায় স্থানীয় সুবিদখালী দারুস সুন্নাত মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়েছে।