দক্ষিণ পূর্ব বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অন্যতম সমাজকর্ম বিভাগের বি এস এস ব্যাচ-২০ এর আজ অনুষ্ঠিত হয়ে গেল মোরক উন্মোচন ও বিদায় অনুষ্ঠান। করোনা মহামারীর কারণে বিগত ২ বছর যাবৎ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিদায় অনুষ্ঠান কোন কিছুই সম্ভব হয়ে উঠেনি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে করনার টিকা দেওয়া হচ্ছে। তাই সুস্থ পরিবেশে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনুষ্ঠিত হয়ে গেল ২০১৫-১৬ ব্যাচের মোরক উন্মোচন ও বিদায় অনুষ্ঠান। রবিবার (১১) সেপ্টেম্বর সকাল ১১ টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বন্ধুত্বের বন্ধনে বন্দী থাকে সমাজকর্ম ২০ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সাংস্কৃতিক ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হল বিদায় অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর আবু জাফর খান, অধ্যক্ষ ভিক্টোরিয়া সরকারি কলেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী উপঅধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং জনাব মোহাম্মদ মঈন উদ্দীন, সম্পাদক শিক্ষক পরিষদ ও সহযোগী অধ্যাপক সমাজকর্ম বিভাগ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নুর মোহাম্মদ হারিসি, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সমাজকর্ম বিভাগ এবং উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অন্যান্য সহযোগী অধ্যাপকরা। আরো উপস্থিত ছিল সমাজকর্ম বিভাগের অন্যান্য ছাত্রছাত্রীরা