চোরা মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিক্সা সহ চোর চক্রের পাঁচ সদস্যকে গত- (১০ সেপ্টেম্বর) শনিবার গভীর রাতে জেলার মীরগঞ্জ বাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ । গত- (১১ সেপ্টেম্বর) রবিরার দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ । আটককৃতরা হলেন- রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন, লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের জামালের ছেলে মো. বেল্লাল, পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের হাশেমের ছেলে মো. সাত্তার, চাঁদপুর কচুয়া চাংপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রবিউল ইসলাম রবু ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মো. সহেল । এ সময় প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানায়, ১টি মোটরসাইকেল চুরির মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ । পরে বিভিন্ন ভাবে চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল ও অটোরিক্সা সহ আসামীদেরকে আটক করা হয়, আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রাথমিক ভাবে চুরি করার বিষয়টি স্বীকার করে, এবং, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার ।
|
|
সংবাদ শিরোনাম ::
মোটরসাইকেল ও অটোরিক্সা সহ লক্ষ্মীপুরে ৫ চোর আটক
-
আমজাদ হোসেন
- আপডেট টাইম ১০:১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- ৬৭০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ