জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বৃহত্তর চরতী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতি আরব আমিরাত শাখার দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটি গঠণ ও ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।এসময় ৫১ সদস্যের একটি কমিটিও ঘোষণা করে সংগঠনটি।
বৃহস্পতিবার আরব আমিরাতের আলম রেস্টুরেন্টের হলরুমে দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়।
এতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ কালামের সভাপতিত্বে ও প্রচার প্রকাশনা সম্পাদক তানভীর হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নাছির হামিদ।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ শাহজান, সঞ্চয় ও বিনিয়োগ সংস্থার সভাপতি নাছির উদ্দিন,মনজুর মোরশেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার, সহ-সভাপতি রুকন উদ্দিম,সহ-সভাপতি মোহাম্মদ ফারুক মিয়া,অর্থ সম্পাদক আব্দুল হাকিম,কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন আবির প্রমুখ।
অনুষ্ঠানে মোহাম্মদ কালাম কে সভাপতি ও নুর মোহাম্মদ সিকদারকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয় এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।