শরৎ এলো আমার দ্বারে
শাহানাজ পারভীন শিউলী
শরৎ এলো আমার দ্বারে
ধবল মেঘের পাল তুলে,
শিউলি, বকুল, জুঁই,কামিনী
হাসলো শিশির দিল খুলে।
ফুল -পাখিরা দিঘির পাড়ে
গান শোনালো রাত ধরে,
মিষ্টি পরশ মাখিয়ে দিল
দখিন হাওয়া মন ভরে।
নৈশাকাশে জোছনাআলো
পাগল করে হাতছানি,
কাশের সাথে আপন মনে
দুলতে থাকে রাতখানি।
নিবু নিবু প্রদীপ জ্বেলে
এলো সকল জোনাক দল,
জোছনা দেখে উঠল হেসে
রজত মেখে দিঘির জল।
বেলি, টগর চুপি চুপি
ডাক দিয়ে যায় ইশারায়,
কেয়া,জবা হেসে বলে
আয়রে দোলন মন হারায়।
দোয়েল শ্যামার মিষ্টি গানে
মন হারালো দূর বনে,
শরৎ এসে রাঙিয়ে দিল
ধবল ঢেলে এই মনে।