রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে ৭০০ গ্রাম গাঁজা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। শনিবার কালকিনি পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মো: শামীম হোসেন এর নেতৃত্বে এসআই আশরাফ, এসআই সাইদ, এসআই ফয়সাল, এসআই কাঞ্চন,এসআই ইসহাক, এএসআই বাবুল ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল কালকিনি থানাধীন আমিরিয়া গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা সহ আরব আলী মাতুব্বর(৬০), রুবেল মাতুব্বর (২৫) ও জরিনা বেগম(৪৮) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪৫৫০ টাকাও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: শামীম হোসেন জানান,আটককৃতরা একই পরিবারের সদস্য। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী ও ছেলে।তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রকিবুজ্জামান
মাদারীপুর।
০১৭৯৪৪৪০৯২২
তারিখ:১০.০৯.২২