রাজু আহমেদ, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় দৈনিক সভ্যতার আলো পত্রিকার ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গজারিয়ায় কেক কাটা ও বৃক্ষ রোপন করা হয়। শুক্রবার সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিংপং পার্কে সাংবাদিক আলমগীর হোসেন মিয়ার আয়োজনে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই আয়োজন করা হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, ভবেরচর ইউঃপি চেয়ারম্যান ইঞ্জিঃসাঈদ মোঃলিটন, মো: জসীম উদ্দীনসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক দের মধ্যে উপস্থিত ছিলেন মকবুল হোসেন দৈনিক আমার বার্তা,শেখ নজরুল দৈনিক সংবাদ, আজিজুল হক পার্থ দৈনিক দেশ রুপান্তর, রিপন মোল্লা দৈনিক এশিয়া বানী,সোলাইমান শিকদার ফাল্গুনী টিভি,রাজু আহমেদ দৈনিক শব্দ মিছিল ও দৈনিক মাতৃভূমির খবর পত্রিকা, আমজাদ হোসেন দৈনিক ভোরের সময়, ওসমান গনি বাংলাদেশ সমাচার, মোঃ রাসেল সরকার সময়ের কাগজ প্রমূখ ।
ওই সময় সকলে পত্রিকাটির উন্নতি এবং সাফল্য কামনা করেন।