মোঃ জাহিদুল ইসলাম (বাকেরগঞ্জ) বরিশাল
বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যমপুরে মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয়ের নাম ফলক উন্মোচন করা হয়েছে।
৮ /৯/২০২২ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপস্থিত থেকে নাম ফলক উন্মোচন করেন।
নাম ফলক উন্মোচনে বিদ্যালয়ের সভাপতির আল- মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু)’র স্ত্রী ছায়া রায় চৌধুরী,বরিশাল শিক্ষা বোর্ডের উপ- বিদ্যালয় পরিদর্শক মোঃ জামাল উদ্দীন,উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আকমল হোসেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যন প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন,মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের কোমলমতি ছাত্র ছাত্রী সহ সাধারণের মাঝে স্বরণীয় করতে এলকাবাসীর এ উদ্যোগকে স্বাগতম এছাড়াও বিদ্যলয়ে শিক্ষার গুনগতমান অক্ষুণ্ণ রাখতে সকলের প্রতি সদয় দৃষ্টি রাখার আহবান জানান।
Attachments area