মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ-
চাঁদপুরের মতলব উত্তর থানার অভিসার ইনর্চাজ এর বিদায় বদলিজনিত সংবধনা অনুষ্ঠিত হয়েছে। সভায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য এ,এস,পি,সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, ইয়াসিন আরাফাত, মতলব উত্তর থানার অভিসার ইনর্চাজওসি মো,শাহজাহান কামাল, ওসি তজন্ত মো,মাসুদ রানা,
( ০৬ আগষট) মঙ্গলবার দুপুরে মতলব উত্তর থানার মাঠ প্রাঙ্গণে, মতলব উত্তর থানার আয়োজন করা হয়েছে, কর্মরত অভিসার, বক্তব্য রাখেন,এসআই আবু হানিফ,
বক্তব্য রাখেন মতলব উত্তর থানার এসআই, রিদুয়ান, এস,আই, রমিজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কমরত অভিসার গন এস আই মিজানুর রহমান, এস আই আব্দুল আওয়াল,এস আই,রমজান, এস আই সাইফুল ইসলাম, এ এস আই, সোহেল, এএসআই, সেলিম,এএসআই, সোহাগ, এস আই আব বক্কার, প্রধান অতিথি বক্তব্যতে তিনি পুলিশ হচ্ছে জনগনের বন্ধু মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো অভিসার হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া উচিত, মানুষের কল্যাণে কাজ করা পুলিশের ধর্ম, এসব কথা মতলব সার্কেল সহকারী পুলিশ সুপার ইয়াসিন আরাফাত। এ-সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার পুলিশ কনষ্টবল ও গন্যমান্য ব্যক্তিবর্গ আরো অনেকই।
ওসি কামালের বদলি বিদায়জনিত সংবর্ধনা অনুষ্ঠানে ছোট বড় সকলের কাছে দোয়া চাইলেন আমাকে যেন ভালো রাখেন, আল্লার কাছে এই আমার পার্থনা, তার পরিবার বর্গর জন্য সহ ।
ওসি শাহজাহান কামাল। অনুষ্ঠান শেষে দোয়া পরিবেশন করেন।
সংবাদ শিরোনাম ::
মতলব উত্তর থানার অভিসার ইনচাজ ওসি শাহজাহান কামাল এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ১২:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- ৫৯০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ