মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এক মতবিনিময় সভায় আজ বুধবার বেলা ১১টায় কৃষি অনুষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওয়াজকুরুনির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম এবং মহাসচিব মীর মোঃ মোরশেদুর রহমান।
সভায় ইউজিসি কর্তৃক অফিসারদের জন্য প্রণীতব্য অভিন্ন নিয়োগ-নীতিমালায় অন্তর্ভুক্তিতে ফেডারেশন থেকে দাবি করা ১২টি দফা বিশদভাবে তুলে ধরা হয়। দাবির স্বপক্ষে অনেক কর্মকর্তা তাদের অভিমত ব্যক্ত করেন এবং এই দাবি বাস্তবায়নের সাংগঠনিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ও তাদের সমর্থন ব্যক্ত করেন।
সভায় ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পবিপ্রবির বিভিন্ন অফিসের বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও অফিসার্স এসোসিয়েশনের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মতবিনিময়
-
মাতৃভূমির খবর ডেস্ক
- আপডেট টাইম ০১:২৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- ৬০১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ