মনির হোসেন, নেএকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলা তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা নয়াপাড়া গ্রামের ৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আনুমানিক ১২টার দিকে খলিলুর রহমান নামের( ৪০) এক কৃষক পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
খলিলুর রহমান বাঘমারা নয়াপাড়া গ্রামের মৃত তৈয়ব আলী মাস্টারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, খলিলুর রহমান দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলেন।
মৃত খলিল মিয়া ফুফি প্রাথমিক স্কুলের শিক্ষিকা রহিমা আক্তার তিনি বলেন, আমার ভাইয়ের ছেলে খলিল মিয়া মাছ ধরতে গিয়েছিল হাওড়ে, হঠাৎ পানিতে মৃগী রোগ দেখা দিলে, পানিতে পড়েই সে মারা যায়।
এরপর স্বজনেরা তাকে অনেক খোঁজাখুঁজি করার পর, মাছ ধরার জালটি হাওড়ের পানিতে ভাসা অবস্থা জালটি পাওয়া যায়।
পরে ওখানেই তাকে খুঁজে পাওয়া যায় ,পরবর্তীতে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মদন থানা ওসি মোঃ ফেরদৌস আলম তিনি বলেন, খলিল মিয়া নামের একজন কৃষক মৃগী রোগে পানিতে ডুবে মারা গেছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
Attachments area