রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বজলুল হক হারুন এমপি নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৪টায় উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নির্বাচনী প্রচারনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকা মার্কার প্রার্থী আলহাজ্জ বজলুল হক হারুন। শুক্তাগড় ইউনিয়ন আ’লীগের সভাপতি ও শুক্তাগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্জ মজিবুল হক মৃধার সভাপতিত্ব আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আ’লীগের সহ সভাপতি তারেক শাহিন মৃধা, শুক্তাগড় ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বাবুল তালুকদার, ইউপি সদস্য নুরে আলম, মনির হোসেন, ছাত্রলীগ নেতা রিগান ও প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।