গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রার্থী এডঃ মৃনাল কান্তি দাস এমপিকে বিজয় করার লক্ষে মেঘনা ভিলেজ পার্ক মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এই নির্বাচনী বর্ধিত সভা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ”লীগ সভাপতি আলহাজ্ব সোলায়মান, প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আমিরুল ইসলাম, উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান রেফায়াত উল্লাহ খান, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, বালুয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান জুয়েল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক আল আমিন প্রধান। বক্তারা সকলেই ৩০ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে নৌকা মার্কায় শতভাগ নিশ্চিত করার লক্ষে আ”লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কাজ করতে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।