আখতারুজ্জামান,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ছুটির দিন শুক্রবার ব্যস্ত দিন কাটিয়েছেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস।
সকালে শহরের টাউনক্লাব পরিদর্শন দিয়ে দিনের কাজের শুরু করেন আব্দুল ওদুদ। টাউন ক্লাবের সামনের রাস্তা প্রশস্ত করার লক্ষে তিনি এ এলাকা পরিদর্শন করেন।
টাউন ক্লাব ও সাধারণ পাঠাগারের সামনের দেয়াল ভেঙ্গে রাস্তাটি বড় করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আব্দুল ওদুদ এমপি। সে লক্ষে টাউন ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া ও পাঠাগারের কর্তৃপক্ষ কে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
এরপর তিনি চলে যান আতাহির এলাকায়। এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে খোলামেলা আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সামনে নির্বাচনে নৌকা প্রতিকের সাথে থাকার উদাত্ত আহবান জানান।
এ ছাড়াও এলাকার রা¯া—, ড্রেন, সুপেয় পানির স্থান পরিদর্শন করেন। যে সব এলাকার সমস্যা রয়েছে তা দ্রুততার সহিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমাধান করার জন্য অনুরোধ জানান।
আব্দুল ওদুদ এমপি দুপুরে নিজ বাসস্থানে যান। সেখানে জুমআর নামাজ পড়ে রওনা হন নিজ এলাকা মহারাজপুরে। এলাকার বিভিন্ন মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি এ সময়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে নির্বাচনে বিজয়ী হয়ে আরেকবার আসার জন্য নৌকা প্রতিকে ভোট দেবার আহবান জানান আব্দুল ওদুদ বিশ্বাস এমপি।
এসব এলাকা পরিদর্শনের সময় আব্দুল ওদুদ এমপি স্থানীয় ক্লাবের উন্নয়ন, পাঠাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন করণ, একটি স্কুলের গ্যালারি, নতুন ড্রেন নির্মাণ করে দেবেন বলে আশ্বাস প্রদান করেন।
বিকেলে সদর আধুনিক হাসপাতালের নবনির্মিত ভবন পরিদর্শনে যান ওদুদ এমপি। তপ্ত গরমের মাঝেও তিনি ঘন্টাব্যাপী ভবনের বিভিন্ন ফ্লোল ঘুরে দেখেন।
এর পর সেখান থেকে চলে যান বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু টোলঘর সংলগ্ন শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে।
এসব পরিদর্শনের সময় এমপির সাথে উপস্থিত ছিলেন, আজিবুর রহমান, কামাল উদ্দীন, মনিরুল ইসলাম, আজিমুল আহসান রিমন, মমিন মিয়া, গোয়েন্দা বিভাগের সদস্য বজলুর রহমান প্রমুখ।