ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার কামড়ে দিশেহারা ডেমরা কোনাপাড়ার এলাকাবাসী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই : ইসি আলমগীর “নাদিহা আলীর মৃত্যতে বসুন্ধরা পরিবারের শোক” বিএনপিই দেশের প্রথম কিংস পার্টি, সুবিধাবাদী বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত : তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।। “শালবন ইকো রিসোর্ট অংশ নিচ্ছে ২২তম রিয়েল এস্টেট এক্সপো তে” “সিটি গ্রুপ নারী কাবাডি লিগে পুলিশ চ্যাম্পিয়ন” গজারিয়ায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলা সরকারি দুই দপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীর নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই : কৃষিমন্ত্রী

ফ্রিজ ছাড়াই ভালো থাকবে যে সব খাবার

মাতৃভূমির খবর ডেস্ক:  হাতের কাছে থাকা সকল খাবারই রেফ্রিজারেটরে সংরক্ষণ করার প্রবণতা রয়েছে কমবেশি সবার মাঝেই। খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য ও সংরক্ষণের জন্য রেফ্রিজারেটরের বিকল্প নেই। বিশেষ করে পচনশীল খাদ্য উপাদান ও দুগ্ধজাত খাদ্য উপাদান ফ্রিজ ছাড়া সংরক্ষণের কথা ভাবাই যায় না।

এখন যদি বলা হয় রেফ্রিজারেটর ছাড়া ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই ভালো থাকবে মাখন, আপনি হয়তো বিশ্বাস করবেন না। কারণ দুগ্ধজাত খাবার ঠাণ্ডা তাপমাত্রায় না রাখা হলে অবধারিতভাবেই নষ্ট হয়ে যাবে। সেখানে ঘরোয়া তাপমাত্রায় মাখন ভালো থাকার প্রশ্নই আসে না।

ডাইনিং টেবিলে অন্যান্য সকল সাধারণ উপাদানের মতোই, ব্যবহারের জন্য মাখন রেখে দিতে পারবেন অবলীলায়। ইউএসডিএ (USDA-United States Department of Agriculture) এর তথ্যানুসারে দুগ্ধজাত খাবারের মাঝে একমাত্র মাখনই একটি খাদ্য উপাদান, যা রেফ্রিজারেটর ছাড়া ঘরোয়া তাপমাত্রাতে রাখা যাবে।

নিশ্চয় ভাবছেন মাখনের মতো দুগ্ধজাত খাবার কীভাবে রেফ্রিজারেটর ছাড়া ভালো থাকবে! অন্যান্য দুগ্ধজাত খাদ্য উপাদানের চেয়ে মাখন একেবারেই ভিন্ন প্রক্রিয়ায় তৈরি করা হয়। একমাত্র মাখনেই ৮০ শতাংশ ফ্যাট থাকে এবং পানির উপস্থিতি থাকে খুবই কম। ফলে মাখনে ব্যাকটেরিয়ার সংক্রমণ একেবারে হয় না বললেই চলে।

এছাড়া বেশিরভাগ সময় মাখন তৈরি করা হয় পাস্তুরিত দুধ থেকে। যে কারণে মাখনে ব্যাকটেরিয়া জন্মাতে ও বৃদ্ধি পেতে পারে না।

যে কারণে এয়ারটাইট কন্টেইনার বা বাটিতে রেখে দিলে পুরো এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে মাখন। তবে মনে রাখতে হবে, সল্টেড মাখনের ক্ষেত্রে কোন সমস্যা না হলেও লবণহীন মাখন ফ্রিজে সংরক্ষণ করাই শ্রেয়।

Tag :

জনপ্রিয় সংবাদ

মশার কামড়ে দিশেহারা ডেমরা কোনাপাড়ার এলাকাবাসী।

ফ্রিজ ছাড়াই ভালো থাকবে যে সব খাবার

আপডেট টাইম ০৪:১৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮

মাতৃভূমির খবর ডেস্ক:  হাতের কাছে থাকা সকল খাবারই রেফ্রিজারেটরে সংরক্ষণ করার প্রবণতা রয়েছে কমবেশি সবার মাঝেই। খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য ও সংরক্ষণের জন্য রেফ্রিজারেটরের বিকল্প নেই। বিশেষ করে পচনশীল খাদ্য উপাদান ও দুগ্ধজাত খাদ্য উপাদান ফ্রিজ ছাড়া সংরক্ষণের কথা ভাবাই যায় না।

এখন যদি বলা হয় রেফ্রিজারেটর ছাড়া ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই ভালো থাকবে মাখন, আপনি হয়তো বিশ্বাস করবেন না। কারণ দুগ্ধজাত খাবার ঠাণ্ডা তাপমাত্রায় না রাখা হলে অবধারিতভাবেই নষ্ট হয়ে যাবে। সেখানে ঘরোয়া তাপমাত্রায় মাখন ভালো থাকার প্রশ্নই আসে না।

ডাইনিং টেবিলে অন্যান্য সকল সাধারণ উপাদানের মতোই, ব্যবহারের জন্য মাখন রেখে দিতে পারবেন অবলীলায়। ইউএসডিএ (USDA-United States Department of Agriculture) এর তথ্যানুসারে দুগ্ধজাত খাবারের মাঝে একমাত্র মাখনই একটি খাদ্য উপাদান, যা রেফ্রিজারেটর ছাড়া ঘরোয়া তাপমাত্রাতে রাখা যাবে।

নিশ্চয় ভাবছেন মাখনের মতো দুগ্ধজাত খাবার কীভাবে রেফ্রিজারেটর ছাড়া ভালো থাকবে! অন্যান্য দুগ্ধজাত খাদ্য উপাদানের চেয়ে মাখন একেবারেই ভিন্ন প্রক্রিয়ায় তৈরি করা হয়। একমাত্র মাখনেই ৮০ শতাংশ ফ্যাট থাকে এবং পানির উপস্থিতি থাকে খুবই কম। ফলে মাখনে ব্যাকটেরিয়ার সংক্রমণ একেবারে হয় না বললেই চলে।

এছাড়া বেশিরভাগ সময় মাখন তৈরি করা হয় পাস্তুরিত দুধ থেকে। যে কারণে মাখনে ব্যাকটেরিয়া জন্মাতে ও বৃদ্ধি পেতে পারে না।

যে কারণে এয়ারটাইট কন্টেইনার বা বাটিতে রেখে দিলে পুরো এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে মাখন। তবে মনে রাখতে হবে, সল্টেড মাখনের ক্ষেত্রে কোন সমস্যা না হলেও লবণহীন মাখন ফ্রিজে সংরক্ষণ করাই শ্রেয়।