মোহাম্মদ রফিক, কুুষ্টিয়া : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের দীর্ঘদিনের ন্যায় সঙ্গত ১৩ দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতী শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি।
সোমবার বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বরে কর্মকর্তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহনে কর্মবিরতীর এ কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচি চলাকালে সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম-সম্পাদক মোঃ রাশিদুজ্জামান খান টুটুল, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, নির্বাহী সদস্য মোঃ গোলাম হোসেন, আব্দুর রাজ্জাক ও মোঃ উকিল উদ্দিন।
সভায় বক্তারা বলেন, ১৩ দফা আমাদের ন্যায় সঙ্গত এবং প্রাণের দাবি। প্রশাসনের পক্ষ থেকে এ দাবি বাস্তবায়নে আমাদেরকে বারংবার আশ্বাস দেয়া হলেও আজ পর্যন্ত একটি দাবিও মানা হয়নি। বাধ্য হয়ে আমাদেরকে আবারও আন্দোলনে নামতে হলো।
তাঁরা বলেন, আজ থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১-১২ পর্যন্ত ১ ঘন্টা করে কর্মবিরতী চলবে। এতেও যদি প্রশাসনের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না পাওয়া যায় তাহলে আগামী সপ্তাহ থেকে প্রতিদিন ২ ঘন্টা করে কর্মবিরতী চলবে। প্রয়োজনে লাগাতার কর্মবিরতীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। তারা আরও বলেন, আমরা আবারও আন্দোলনে নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনেই চলবে।