মো. আবু কাউছার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্র্রাহ্মণবাড়িয়া নবীনগরে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মেহেদী হাসানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় নবীনগর থানা আয়োজনে থানা শেড এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ উপলক্ষে নবীনগর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। আমন্ত্রিত অতিথি ছিলেন এএসপি বিশেষ শাখা মো.আলাউদ্দিন, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার তারেক শিকান্দার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, মেয়র এড. শিব শংকর দাস, এসি ল্যান্ড মেহেদী হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ডাঃ আহমেদ হোসেন, কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুল আলম লিটন, আওয়ামীলীগ নেতা মোঃ নাছির উদ্দিন, সাংবাদিক সঞ্জয় সাহা, যুবলীগ সভাপতি সামস আলম, মাওলানা মেহেদী হাসান, প্যানেল মেয়র গনি চান মকসুদ, সাংবাদিক এম কে জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সভাপতি আব্বাস উদ্দিন হেলাল, কমিনিটি পুলিশং সভাপতি(পরিবহন সেক্টর) মো. আবু কাউছার, সিটিভির সিইও রবিন সাইফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ওসি (তদন্ত) রুহুল আমিন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী অতিথি বলেন, নবীনগর সার্কেলের দায়িত্ব গ্রণের পর থেকে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন ও এই এলাকার সাধারণ মানুষকে সেবা দেয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি। এলাকার মাদক নির্মূল, চুরি-ডাকাতি রোধসহ সন্ত্রাসীদের নির্মূল করার চেষ্টা করেছি। নবীনগরবাসী আমাকে সকল ক্ষেত্রে সহযোগিতা করেছে।