আমিনুল ইসলাম আল-আমিন: চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার। এ সরকারের সময় স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সেবার মানোন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়ামে, মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল আমিন রুহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন। অনেক ঝুঁকি নিয়ে দুঃসাহসের সঙ্গে পদক্ষেপ নিয়ে জনকল্যাণে কাজ করে চলেছেন। আমরা বিশ্বাস করি, জনগণের জন্য কাজ করতে হলে পরস্পরকে বুঝতে হবে। সবার মধ্যে সুসম্পর্ক না থাকলে মানুষ সেবা পাবে না। সরকার এবং এনজিও পারস্পরিক সহযোগিতায় উন্নয়ন ত্বরান্বিত হয়।
নুরুল আমিন রুহুল আরো বলেন, মাতৃত্বকালীন বা জন্ম-পরবর্তী মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, নতুন প্রজন্ম নীরোগ ও সুস্থ না হলে মেধাবী হবে না, বলিষ্ঠ হবে না। অসুস্থ বা বিকলাঙ্গ হলে তারা দেশের জন্য বোঝা হবে। ফলে আমাদের প্রথম কাজটি হলো সন্তানসম্ভবা মায়ের দেখাশোনা করা। তাঁদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সুস্থ সন্তান প্রসবে সহায়তা করা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হেলথ্ সিস্টেম স্পেশালিষ্ট ইউএনএফপিএ ডা. দেওয়ান মোহাম্মদ এমদাদুল হক, চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. একেএম মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান বেপারী।
আরো বক্তব্য রাখেন- প্রথম আলো পত্রিকার মতলব প্রতিনিধি অধ্যাপক জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাস্টার, ঢাকার শাহাবাগ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড. মহসিন মিয়া মানিক, সাবেক যুগ্ম আহবায়ক এড. জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন গাজী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিন এর চাঁদপুর জেলা প্রতিনিধি বোরহানউদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি একেএম গোলাম নবী খোকন, ছেংগারচর পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন প্রমুখ।