মো. আবু কাউছার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেধাবী ক্ষুদে শিক্ষার্থীদের এম এ মাশরেকী মেমোরিয়্যাল ফাইন্ডেশন শিক্ষাবৃত্তি, গুণীজন সম্মাননা প্রদান ও তৃষা-তুলি বিদ্যানিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণী পশ্চিম সর. প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত মো.ফোরকান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শেখ নরুল ইসলাম ও মফস্বল সাংবাদিকতায় নবীনগর প্রেক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকারকে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ফাইন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত ২৫ ও স্কুল বৃত্তিপ্রাপ্ত ৯জনকে শিক্ষাবৃত্তি পুরস্কার এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ৩১জনকে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাইন্ডেশনের সভাপতি মোস্তফা কামাল হায়দার মাশরেকী।
বিশেষ অতিথি ছিলেন,সহকারি শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ওবায়দুল হক লিটন, বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ছাবিনা ইয়াছমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রোবাইয়াৎ মাশরেকী তৃষা।