মো. আবু কাউছার,, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ শনিবার উপজেলা প্রশাসন, নবীনগর ও জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বি “সমৃদ্ধির অগ্রাত্রায় বাংলাদেশ “- শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিষেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির ,ভাইসচেয়ারম্যান জাকির হোসেন সাদেক, ভাইসচেয়ারম্যান শিউলি রহমান(মহিলা)। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড প্রদর্শনীতে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, সরকারি কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, উদ্যোক্তা, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের সহকর্মীসহ নবীনগরের সর্বস্তরের আলোকিত মানুষগন অংশগ্রহন করেন।
এছাড়া ও এমপি নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও নির্মাণাধীন মনতলা ব্রিজে কাজের অগ্রগতি পরিদর্শনে যান, পরিদর্শন কালে রাস্তা যাদের জায়গা নিয়ে সমস্যা তাদের সাথে আলোচনা করেন।