মো. আবু কাউছার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শেরপুর জেলায় কর্মরত নবীনগরের কৃতি সন্তান এ্যাডিশনাল এসপি বিল্লাল হোসেন নবীনগর প্রেসক্লাবে সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,নবীনগর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন,দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়রসহ সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সম্পাদক আসাদুজ্জামান কল্লোলসহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণবন্তর খোলামেলা আলোচনায় দেশের উন্নয়ন অগ্রগতি ও স্থানীয় বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন। এ সময় সাংবাদিকতা বিষয়ে বই কিনে পড়াশুনার জন্য বিল্লাল প্রেসক্লাবের পাঠাগারে বইয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।