রুবেল আহমেদ, আখাউড়া(ব্রাহ্মণবাড়ীয়া): ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় শনিবার সকাল ১১টায় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে তাবলীগজামায়াতের মুরব্বী আখাউড়া পৌর শহরের সড়ক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমানের জানাযার নামাজে মানুষের ঢল নামে।
আখাউড়া উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষ সহ প্রায় ৫ হাজার মানুষ এই জানাযায় অংশগ্রহণ করেন।সবার চোখেমুখে ছিলো শোকের ছায়া। অশ্রু সিক্ত নয়নে আলহাজ্ব মিজানুর রহমান কে চির বিদায় জানায়।
আলহাজ্ব মিজানুর রহমানের স্মৃতি চারন করতে গিয়ে আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল বলেন আলহাজ্ব মিজানুর রহমান ভাইয়ের চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা অপূরনিয়।মিজানুর রহমান ভাই তার জীবনের বেশি ভাগ সময় ইসলামের খেদমত করে গেছেন,তিনি প্রতিনিয়ত মানুষ কে মসজিদের দিকে দাবিত করেগেছেন। আল্লাহ আলহাজ্ব মিজানুর রহমান ভাইকে জান্নাতের উচু মোকাম দান করুন। পরিশেষে মেয়র আলহাজ্ব মিজানুর রহমানের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।এসময় আরো স্মৃতি চারন করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন সহ তাবলীগজামায়াতের মুরব্বীরা।
আলহাজ্ব মিজানুর রহমানের জানাযার নামাজের ইমামতি করেন উনার একমাত্র ছেলে হাফেজ মোঃ আনাছ। আখাউড়া উপজেলার বাউতলা গ্রামে উনার পারিবারিক গোরস্তানে আলহাজ্ব মিজানুর রহমানের দাফন সম্পুর্ন করা হয়ছে।