হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেসক্লাবে ২০১৯ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব চত্তরে ক্লাবের নবনির্বাচিত সভাপতি গোলাম মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাবাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আ’মীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রতাব মল্লিক, বিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি শাহিনুর ইসলাম শাহিন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুরের সিনিয়র জেলা প্রতিনিধিসহ নবাবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকগন।
এসময় হাকিমপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সহসভাপতি রবিউল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ধর্ম, সমাজকল্যান ও ক্রিড়া সম্পাদক আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেম উদ্দিনসহ ১৩ জন নবনির্বাচিত কমিটির সদস্যগন তাদের ফুল দিয়ে সংবর্ধনা জানায়।