রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়ীয়া): আজ বৃহস্পতিবার আখাউড়া পৌরশহরের ষ্টেশন রোডের দুই হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আখাউড়া রেল ষ্টেশন রোডের তাজমহল হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ আনোয়ার হোসেনকে ১৫০০ টাকা জরিমানা এবং আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ বাকের মিয়াকে ১৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান এবং তার সাথে প্রসিকিউটর এর দায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম উপজেলা স্যানেটারি অফিসার আখাউড়া।
এ সময় হোটেল মালিকদের সতর্ক করে দেওয়া হয় যেন স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয় এবং খাবারের মূল্য নির্ধারণ করে তালিকা ঝুলিয়ে রাখার জন্য নির্দেশ প্রদান করেন এবং প্রত্যেক টেবিলে খাবারের মূল্য সম্বলিত চার্ট রাখার জন্য নির্দেশ প্রদান করেন।