মোহাম্মদ রফিক, কুুষ্টিয়া : কুষ্টিয়ায় মাদক কেনার টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী । এ সময় নিজ মাকেও তিনি কুপিয়ে গুরুতর জখম করেছেন বলে জানাযায়। বুধবার সকাল ৮টায় কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার করিম বিশ্বাসের ছেলে আওয়াল মাদকের টাকার জন্য অস্বাভাবিক আচরণ করে আসছিলেন বেশ কিছুদিন ধরে। এরই জেরধরে বুধবার সকালের দিকে মাদকের টাকার জন্য বাবা-মা ও স্ত্রীর সঙ্গে অসদাচরণ শুরু করেন তিনি। টাকা দিতে অস্বকৃতি জানালে আউয়াল ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী ও মাকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। এতে স্ত্রী জাহানারা (২৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয় মা। পরে মাকে উদ্ধার করে কুুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ মাদকাসক্ত আউয়ালকে বাড়ী থেকেই আটক করেছে।
ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, মাদকের টাকার জন্যই এ ঘটনা ঘটে থাকতে পারে। সেই সাথে পারিবারিক কলহ। আউয়ালকে আটক করে থানায় আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।