আমিনুল ইসলাম আল-আমিনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঐতিয্যবাহি একলাছপুর উচ্চ বিদ্যালয়ের ৭৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরুষ্কার বিতরন করেন।
একলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভপতিত্ব করেন ও পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক গোলাম হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় সহকারী পরিদর্শক আজিজুল ইসলাম, বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারন সম্পাদক জি.এম ফারুক, একলাছপুর ইউনিয়নের আওয়ামীলীগের রেহানউদ্দিন নেতা। একলাছপুর উচ্চ বিদদ্যালয়ের দাতা সদস্য আনিছুর রহমান, প্রধান শিক্ষক ৬৫ নং একলাছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। আমানউল্লাহ মাষ্টার শিক্ষক একলাছপুর উচ্চ বিদ্যালয়, একলাছপুর উচ্চ বিদ্যালয় সিনিয়ার শিক্ষক আকরাম আলী, বিদ্যালয়ের অবিভাবক সদস্য সোরহাফ হোসেন প্রধান, সদস্য নুর আলম অরুণ, নাজমা বেগম একলাছপুর ইউপি সদস্য ও বিদ্যালয়ের মহিলা অবিভাবক সদস্য একলাছপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বাঁদশা মিয়া, গত কাল ২৮ শে জানুয়ারী মঙ্গলবার একলাছপুর উচ্চ বিদদ্যালয় মাঠ প্রঙ্গনে দিন বেপী নাচ,গান, নৃত উক্ত অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সদস্য মুজ্জামেল হক, মোঃ লিটন সরদার, একলাছ আওয়ামী যুবলীগের সহ-সভপ্রতি, হাজী মোঃ মাফুজুর রহগমান মিয়াজী, মোঃ আলী প্রমুখ।