মোহাম্মদ রফিক, কুুষ্টিয়া : কুষ্টিয়া হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার বেলা ১২টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য স্বপন কুমার রায়।
এ সময় বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা শাবানা ইয়াসমিন, সাবেক প্রধান শিক্ষক দেবেন্দ্র বিশ্বাস, ক্রীড়া শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বাচ্চু, রফিউর রানা, ছাত্র-ছাত্রীদের মধ্যে সাদিয়া, মোহনা, মোঃ রায়হান উদ্দিন, মোঃ শাহরিয়ার হোসেন রূপক, সবুজ আহমেদ, বর্ষা রানী গুহু, অরূতি রানী, মোঃ আহম্মদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল আলিম। অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার বিতরণ করা হয়।