মোঃ মনির হোসাইন, কুমিল্লা: কুমিল্লা জেলায় অবস্থিত ,মুরাদনগরে উপজেলা সদরে শুরু হতে যাচ্ছে জমির শাহ মস্তান (রঃ) এর পবিত্র ওরশ মোবারক। ২৮, ২৯, ৩০ জানুয়ারি ২০২০ ইং রোজ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার কুমিল্লা জেলার অলী কুলের শিরমনী, চার তরীকার কান্ডারী, নকশবন্দি চিরকুমার মজলুম মোজাদ্দেদীয়া হযরত শাহ সূফী কাজী শাহ মোফাজ্জল হোসেন, জমির শাহ মস্তান (রঃ) এর তিনদিন ব্যাপী ১৬২তম ওরশ মোবারক। আশেকান ও ভক্ত বৃন্দদেরকে মুুুরাদনগর
জমির শাহ মস্তান (রঃ) এর দরবারে যোগদানের জন্য দরবার ও উন্নয়ন কমিটির সভাপতি কে এম শারফিন শাহ এর পক্ষ থেকে সালাম দাওয়াত রইল।
## ১ম দিন (২৮ জানুয়ারি)
জ্বিকির-মাহফিল, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা, দোয়া ও মুনাজাত করবেন হযরত সৈয়দ পীর আহম্মদ গেছু দারাজ প্রকাশ্যে কল্লা সৈয়দ (রঃ) এর দরবার শরীফ জামে মসজিদের খতীব হযরত মাওলানা হাফেজ লুৎফর রহমান সাহেব, বি-বাড়ীয়া।
## ২য় দিন (২৯ জানুয়ারি)
ভক্তি মূলক কাওয়ালি গানের আসর।
গান পরিবেশন করবেন চট্টগ্রামের প্রখ্যাত কাওয়ালি শিল্পী এস এম জিয়া কাওয়াল।
## ৩য় দিন (৩০ জানুয়ারি)
বাউল শিল্পীদের পালা গানের আসর।
গান পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আজিজ দেওয়ান ও কালাম দেওয়ান।
শেষ রাতে আখেরি মোনাজাত শেষে তবারক বিতরণ করা হবে।