মোহাম্মদ মনির হোসাইন, কুমিল্লা: সবার চোখে-মুখে প্রিয়জন হারানোর শোক।হাজার হাজার মানুষ শোক আর শ্রদ্ধায় শেষবিদায় জানাতে ছুটে এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে।শেষ বিদায়ে পেয়েছেন দেশের অগণিত মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা।
আজ সোমবার বাদ যোহর মুরাদনগর মুজাফফর উলুম মাদ্রাসার মাঠে মুরাদনগর উপজেলা যুবলীগের সংগ্রামী নেতা ফারুক চৌধুরী জানাজা শেষে, মুরাদনগর উপজেলার কেন্দ্রীয় কবরস্থানে চির নিদ্রায় শায়িত হন এই যুবলীগ নেতা।
প্রয়াত যুবলীগ নেতা জানাজা অংশ নেন কুমিল্লা ৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপি হেডকোয়ার্টার্স,কুমিল্লা উত্তর জেলা সভাপতি ম, রুহুল আমিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভি পি জাকির, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলার চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ভাইস চেয়ারম্যান আবু কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, সকল ইউনিয়নের চেয়ারম্যান বিন্দু, এছাড়া উপস্থিত ছিলেন মুরাদনগর সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আক্তার হোসেন, কুমিল্লা জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সম্মানিত সদস্য হেলাল চৌধুরি মরহুমের বড় ভাই, মুরাদনগর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি সোহরাব হোসেন বেলাল,ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহ্মেদ নাহিদ,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মহসিন হায়দার, আরো উপস্থিত ছিলেন শারফিন শাহ, যুবলীগ নেতা আবিদ আলি, জুয়েল, ওমর ফারুক দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী জহির শ্রীকাল ইউনিয়ন, মাননীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, প্রয়াত যুবলীগ নেতার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।
মাননীয় সংসদ সদস্য বলেন, বিগত চার মাস ইন্ডিয়া চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জানুয়ারি ২০২০ খ্রি : বাংলাদেশ টাইম রাত ৩ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,প্রয়াত এই যুবলীগ নেতা আমার সাথে অনেকদিন ধরে রাজনীতি করে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।