ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার কামড়ে দিশেহারা ডেমরা কোনাপাড়ার এলাকাবাসী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই : ইসি আলমগীর “নাদিহা আলীর মৃত্যতে বসুন্ধরা পরিবারের শোক” বিএনপিই দেশের প্রথম কিংস পার্টি, সুবিধাবাদী বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত : তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।। “শালবন ইকো রিসোর্ট অংশ নিচ্ছে ২২তম রিয়েল এস্টেট এক্সপো তে” “সিটি গ্রুপ নারী কাবাডি লিগে পুলিশ চ্যাম্পিয়ন” গজারিয়ায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলা সরকারি দুই দপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীর নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই : কৃষিমন্ত্রী

মেয়ের সামনে মা-বাবার মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ মনির হোসাইন, কুমিল্লা:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর কাইনচন এলকায় শুক্রবার রাত সাড়ে বারোটায় মর্মান্তিক সড়ক দু’র্ঘটনায় কুমিল্লার এক দম্পতি নি’হত হন। অলৌকিকভাবে বেঁচে যান তাদের মেয়ে বর্নালী সাহা (২২)। নিহতরা হলেন বিশিষ্ট শিল্পপতি দ্রুব কান্ত সাহা (৬০) ও তার স্ত্রী অজান্তা সাহা (৪২)। দ্রুব কান্ত সাহা কুমিল্লার দেবিদ্বারের পৌর চাপানগর এলাকার বিশিষ্ট গুণীজন হরিবল সাধুর বড় ছেলে।
রুপগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, স্থানীয় লোকজন খবর দিলে তারা সঙ্গীয় ফোর্স নিয়ে দুর্ঘটনাস্থলে হাজির হন। দম্পতিরা নিজ মালিকানাধীন প্রাইভেটকার করে একটি অনুষ্ঠান শেষ করে কাচঁপুর কাইনচন এলাকায় আসলে পেছন থেকে মালবাহী কাভার্ড ভ্যান ধাক্কা মেরে চলে যায়।

কাভার্ড ভ্যানের ধাক্কায় তাদের প্রাইভেটকারটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে স্বামী- স্ত্রী উভয় নি’হত হন। আহত হন মেয়ে বর্নালী সাহা। পরে বর্নালী সাহাকে উ’দ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নি’হত দ্রুব কান্ত সাহা পিতা হরীবল সাধুর নিজ মালিকানাধীন পাচধোবা নরসিংদী সানফ্লাওয়ার টেক্সটাইল মিসল’র দেখাশোনা করতেন। এছাড়াও দ্রুব কান্ত সাহা দেবিদ্বার চাপানগরের সার্বজনীন শ্রীকৃষ্ণচৈতন্য আশ্রমের সভাপতি ছিলেন।

তিনি ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যান। দু’র্ঘটনার কবল থেকে বে’চেঁ যাওয়া বর্নালী অস্ট্রেলিয়া লেখাপড়া করেন। দেশের বাড়িতে এসে বাবা-মায়ের সাথে অনুষ্ঠান শেষে ঢাকা বসুন্ধরাতে ফেরার পথে ওই দু’র্ঘটনায় উভয় প্রা’ণ হারান।

৬ ভাই ১ বোনের মধ্যে নিহত দ্রুব কান্ত সাহা ছিলেন সবার বড়। নি’হতের ভাই দুলাল সাহা বলেন বরিবারে নিজ গ্রামের বাড়ি দেবিদ্বারের পৌর চাপানগরে এনে চিতার আ’গুনে দিয়ে চির বি’দায় করা হবে।

রুপগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মাহমুদুল হাসান মুঠো ফোনে জানান, হাইওয়ে পুলিশ আইনে ওই ঘটনার মামলা দায়ের করা হয়েছে।

Tag :

জনপ্রিয় সংবাদ

মশার কামড়ে দিশেহারা ডেমরা কোনাপাড়ার এলাকাবাসী।

মেয়ের সামনে মা-বাবার মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম ০১:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
মোহাম্মদ মনির হোসাইন, কুমিল্লা:  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর কাইনচন এলকায় শুক্রবার রাত সাড়ে বারোটায় মর্মান্তিক সড়ক দু’র্ঘটনায় কুমিল্লার এক দম্পতি নি’হত হন। অলৌকিকভাবে বেঁচে যান তাদের মেয়ে বর্নালী সাহা (২২)। নিহতরা হলেন বিশিষ্ট শিল্পপতি দ্রুব কান্ত সাহা (৬০) ও তার স্ত্রী অজান্তা সাহা (৪২)। দ্রুব কান্ত সাহা কুমিল্লার দেবিদ্বারের পৌর চাপানগর এলাকার বিশিষ্ট গুণীজন হরিবল সাধুর বড় ছেলে।
রুপগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, স্থানীয় লোকজন খবর দিলে তারা সঙ্গীয় ফোর্স নিয়ে দুর্ঘটনাস্থলে হাজির হন। দম্পতিরা নিজ মালিকানাধীন প্রাইভেটকার করে একটি অনুষ্ঠান শেষ করে কাচঁপুর কাইনচন এলাকায় আসলে পেছন থেকে মালবাহী কাভার্ড ভ্যান ধাক্কা মেরে চলে যায়।

কাভার্ড ভ্যানের ধাক্কায় তাদের প্রাইভেটকারটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে স্বামী- স্ত্রী উভয় নি’হত হন। আহত হন মেয়ে বর্নালী সাহা। পরে বর্নালী সাহাকে উ’দ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নি’হত দ্রুব কান্ত সাহা পিতা হরীবল সাধুর নিজ মালিকানাধীন পাচধোবা নরসিংদী সানফ্লাওয়ার টেক্সটাইল মিসল’র দেখাশোনা করতেন। এছাড়াও দ্রুব কান্ত সাহা দেবিদ্বার চাপানগরের সার্বজনীন শ্রীকৃষ্ণচৈতন্য আশ্রমের সভাপতি ছিলেন।

তিনি ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যান। দু’র্ঘটনার কবল থেকে বে’চেঁ যাওয়া বর্নালী অস্ট্রেলিয়া লেখাপড়া করেন। দেশের বাড়িতে এসে বাবা-মায়ের সাথে অনুষ্ঠান শেষে ঢাকা বসুন্ধরাতে ফেরার পথে ওই দু’র্ঘটনায় উভয় প্রা’ণ হারান।

৬ ভাই ১ বোনের মধ্যে নিহত দ্রুব কান্ত সাহা ছিলেন সবার বড়। নি’হতের ভাই দুলাল সাহা বলেন বরিবারে নিজ গ্রামের বাড়ি দেবিদ্বারের পৌর চাপানগরে এনে চিতার আ’গুনে দিয়ে চির বি’দায় করা হবে।

রুপগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মাহমুদুল হাসান মুঠো ফোনে জানান, হাইওয়ে পুলিশ আইনে ওই ঘটনার মামলা দায়ের করা হয়েছে।