মো. আবু কাউছার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্র্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । গতকাল সারা দেশের ন্যায় নবীনগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় সমুহে একযুগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে সরকারি উচ্চ বিদ্যালয় ও ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন কালে ছাত্র/ছাত্রীরা আনন্দ উৎসব মুখর পরিবেশে তাদের গণতান্ত্রিক ভোটধিকার প্রয়োগ করতে দেখা যায়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা,ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম ,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন উক্ত দুইটি কেন্দ্র পরিদর্শন করেন। সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল সিয়াম পুলক, বালিকা বিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন শবনম মুস্তারী ।