মোহাম্মদ রফিক, কুুষ্টিয়া : কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণীর একাডেমীক উপ কমিটির উদ্যোগে (ব্যাবসায় শিক্ষা শাখার উদ্যোগে) রবিবার বেলা ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে অভিভাবকদের সাথে এক মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ওবাইদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো: নওয়াব আলী। এ সময়ে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক অধ্যাপক সিরাজুল হক, শিক্ষক প্রতিনিধি হাবিবুল ইসলাম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম জোয়াদ্দার, মোঃ ওয়াহিদুজ্জামান, ড. মুহা: শহিদুল বারী। শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক টিপু সুলতান, মো: স্বপন আলী, হাবিবুর রহমান মিন্টু, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো: নাসির উদ্দিন, বদরুন্নেছা, মো: আকরাম হোসেন, মো: জামাল উদ্দিন।
সভা পরিচালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোসা: রোমেনা ইয়াসমীন। কলেজের অধ্যক্ষ তার বক্তব্যে উল্লেখ করেন যে আপনারা আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়ার বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। তারা যেন অযথা মোবাইল ব্যাবহার না করে। বেশি করে যেন লেখা পাড়ার দিকে মনোযোগী হয়। তাদের কে বেশি করে বোঝাবেন।