আমিনুল ইসলাম আল-আমিনঃ. চাঁদপুরের মতলব উত্তরে আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ আলী আহমেদের সভাপতিত্বে ও সহকারি সুপার তাওহীদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান প্রমুখ। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦ আল্লামা শায়খ ইব্রাহিম খলিল। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা মোশারফ হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিাববক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারে আউলিয়াবাগ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ৩০ জন। তাদের পরীক্ষা ভাল হওয়ার জন্য উপস্থিত সকলে দোয়া করেন।