মোহাম্মদ রফিক, কুুষ্টিয়া: কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক উপাধ্যক্ষ ও ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মরহুম এস.এম. ময়েনউদ্দীন জামাল (আজাদ) স্মরণে শনিবার বেলা ১২ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো: নওয়াব আলীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব মুহাঃ আতিয়ার রহমান, সিনিয়র শিক্ষক অধ্যাপক সিরাজুল হক, সহকারী অধ্যাপক ওবাইদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হাবিবুল ইসলাম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম জোয়াদ্দার, মোঃ ওয়াহিদুজ্জামান, আখতারুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক টিপু সুলতান, মো: স্বপন আলী, সেলিনা সুলতানা, হাবিবুর রহমান মিন্টু ও মরহুমের সহধর্মীনি কুষ্টিয়া চাঁদসুলতানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিরা নাসরিন।
সভা পরিচালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক মোসা: রোমেনা ইয়াসমীন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি শিক্ষা বিভাগের প্রধান ড. মুহা: শহিদুল বারী। উল্লেখ থাকে যে, তিনি কয়েক দিন আগে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন।