জেলা প্রতিনিধি, বাগেরহাট: ২৫ জানুয়ারী শনিবার ভোর রাতে বাগেরহাট সড়কে দুর পাল্লার যাত্রীবাহী বাসে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। যাত্রীর ভেষে ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রথমে বাসের নিয়ন্ত্রণ হাতে নিয়ে বাসের ২০-২২ জন যাত্রীর সব কিছু লুটে নেয়। আহত ওই বাসের চালক দ্বীন ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ জিঞ্জাসাবদের জন্য হেফাজতে নিয়েছে।
ক্ষতিগ্রস্থ বাস যাত্রী বাগেরহাট সদরের আক্তার জানান, সাভার কাউন্টার থেকে টিকিট নিয়ে যাত্রীবেশে ৭-৮ জন ডাকাত বাসে ওঠে। রাত ২ টার পরে ফরিদপুরের ভাঙ্গা ছাড়ার পর ডাকাতরা প্রথমে গাড়ির চালককে মারপিট করে গাড়ি তাদের নিয়ন্ত্রণে নেয়। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে বাগেরহাটের মোল্লাহাট থেকে এক এক করে যাত্রীদের কাছে নগদ টাকা ও মালামাল নিতে শুরু করে।
পরে বাগেরহাট সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজারের আগে মাথা ভাঙ্গায় গাড়ী দাঁড় করিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ অবস্থায় বাসটি বাগেরহাট বাসস্ট্যান্ডে পৌছে পুলিশকে জানালে পুলিশ যাত্রীদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে। আর আহত চালককে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, এ বিষয়ে আইনগত সকল প্রক্রিয়া নেয়া হচ্ছে।