বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার ঘটনায় সন্তান এর বিচারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৃদ্ধ বাবা মা।
শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুরে বাগেরহাট প্রসক্লাবে সংবাদ সম্মেলনে শেখ আব্দুল মমিন ও রিজিয়া দম্পত্তি অভিযাগ করে বলেন, আমাদের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। সম্পত্তির লোভে গত ২০ জানুয়ারী একমাত্র ছেল মিঠু পুলিশ নিয়ে বসত বাড়ী থেকে বের করে দেয় তাদের। এরপর শীতের রাতে তারা ঘরের বাইরে থাকে। ওই সন্তান এর অত্যাচার নির্যাতনের ভয়ে গত চার দিন ধর নিজ বসত ঘরে যেত পারনি। এর আগেও প্রায় আমাদের ওপর অত্যাচার নির্যাতন করতো।
সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে ওই পিতা-মাতা আরও অভিযাগ করে বলেন, আমাদের প্রতিবেশি স্বপন, তপন গংদের প্রত্যক্ষ সহযোগীতায় আমার একমাত্র মিঠু বপরোয়া হয়ে উঠে। আমাদের বাড়ী ছাড়া করে সম্পত্তি দখল করে নিতে পায়তারা করছে। আমরা মিঠুর সুষ্ঠ বিচার দাবী জানাচ্ছি।