রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়ীয়া): ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১টায় কাদিয়ানীদের রাষ্টীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আখাউড়া উপজেলা ইমাম পরিষদ, উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা।
এ উপলক্ষে সকাল ১০টা থেকে আখাউড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মিছিল সহকারে ছাত্ররা ও উলামায়ে কেরামগন পৌর শহরের সড়ক বাজার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এসে জমায়েত হতে থাকে।
সকাল ১১টায় আখাউড়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা কাজী মোঃ মাঈনুদ্দিনের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়, মাওলানা মোঃ রাসেলের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন হযরত মাওলানা আবু আব্দুল্লা সভাপতি জাতীয় ইমাম সমিতি আখাউড়া উপজেলা, হযরত মাওলানা আব্দুল বাছেত আল হাদি সাধারণ সম্পাদক ইমাম পরিষদ আখাউড়া পৌর শাখা, মাওলানা মহিউদ্দিন সিদ্দিকি শিক্ষক দেবগ্রাম মাদ্রাসা, হযরত মাওলানা কবির আহমেদ সভাপতি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ইমাম পরিষদ, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আসয়াদ আল-হাবিবী মুহ্তামিম জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ আখাউড়া, হযরত মাওলানা ওবায়দুল্লাহ ভাদুঘরী মুহ্তামিম নাছিরুল উলুম মাদ্রাসা আনন্দপুর আখাউড়া, হযরত মাওলানা মাহমুদুল হাসান, হযরত মাওলানা জিয়াউল আমিন সহ আরো অনেকেই।
এসময় বক্তারা সমাবেশ থেকে কাদিয়ানীদের রাষ্টীয়ভাবে কাফের ও অমুসলিম ঘোষনার দাবী জানান সরকারের প্রতি।
সমাবেশের বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল বের হয়,মিছিলটি আখাউড়ার প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে ফিরে এসে দোয়ার মধ্যে দিয়ে সমাপ্ত হয়।
উলেখ্য গত ১৪ জানুয়ারি ব্রাহ্মণবাড়ীয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্রের উপর কাদিয়ানীদের হামলার প্রতিবাদে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।