মোহাম্মদ রফিক, কুুষ্টিয়া: ২০ জানুয়ারি (সোমবার) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া দাখিল মাদরাসার আসন্ন দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রয়াত সুপারের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। চলতি দাখিল পরীক্ষার এ বছরে অংশ গ্রহন করবে ২৫ জন ছাত্র-ছাত্রী দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সদস্য ও চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামূল হক বাবলু, প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদেের সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তোলোয়াত ও স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপাপ্ত সুপার তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আক্কাস আলী, সাগরখালী আদর্শ কলেজের অধ্যক্ষ আলহাজ্ব রবিউল ইসলাম, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান আব্দুল্লাহ হেল বাকি, চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেম্বর আব্দুস সাত্তার, ভেড়ামারা যুবলীগের সভাপতি মানিক, বিশিষ্ট ব্যবসায়ী আলম হোসেন। সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোস্তাক আহাম্মেদ, চিথলিয়া ইউপি’র ৫ নং ওয়ার্ড মেম্বর ও ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, চিথলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, চিথলিয়া ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, প্রচার সম্পাদক ছানোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পুনা মল্লিক, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি একতার গাজী প্রমুখ। আলোচনা সভার শুরুতে চিথলিয়া মাদ্রাসার প্রয়াত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শহীদ সিরাজুল ইসলাম, প্রয়াত চেয়ারম্যান আবুল হাসেম, আবুল কাশেম, আবুল, প্রয়াত সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মাওলানা মুহাঃ তুফাজ্জেল হোসেন মহোদয় ও প্রয়াত সুপার আব্দুল মান্নানের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজত করেন। অনুদানঃ ইতি পূর্বে ৪তলা বিল্ডিং স্থাপনের আস্বাস প্রদান করেছেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি সৈয়দ নিজাম উদ্দিনের সহধর্মীনী ও বর্তমান সংরক্ষিত আসনের জাতীয় সংদস্য মহিলা এমপি সৈয়দা রাশিদা বেগম। অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল হোসেন মাদরাসার গেট ও বেন্চ প্রদান আস্বাস প্রদান করেন। এবং কম্পিউটার ল্যাব প্রদানের আস্বাস ইতি পূর্বে প্রদান করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের ভাল ফলাফল করার জন্য দোয়া মোনাজাত করেন।