নিজস্ব প্রতিবেদক : এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল সকাল ১০ টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
প্রধান আলোচক ছিলেন বিশ্ব বাঙালি সম্মেলন ও বিশ্ব কবিতা কংগ্রেসের সভাপতি বিপ্লবী কবি মুহাম্মদ আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ দুলাল মিয়া।
কবি খালেক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানকে উচ্চ আদালতে ফাঁসি দেওয়ার দাবি জানান। স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার কোন অধিকার নাই। স্বাধীনতা বিরোধী রাজাকারদের উত্তরসূরীদের সরকারি চাকরি দেওয়া বন্ধ করতে হবে।
বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা এম.এ.কাদের মন্ডলসহ সংগঠনের বিভিন্ন কর্মকর্তা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে কবি এস.আই.জনি-সহ কয়েকজন কবি কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে মানবাধিকার কর্মীদের শপথ বাক্য পাঠ করান বিচারপতি এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরী মানিক। অনুষ্ঠান শেষে মানবাধিকার কর্মী ও পুলিশ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।