ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার কামড়ে দিশেহারা ডেমরা কোনাপাড়ার এলাকাবাসী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই : ইসি আলমগীর “নাদিহা আলীর মৃত্যতে বসুন্ধরা পরিবারের শোক” বিএনপিই দেশের প্রথম কিংস পার্টি, সুবিধাবাদী বুদ্ধিজীবীদের মুখোশ উন্মোচিত : তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।। “শালবন ইকো রিসোর্ট অংশ নিচ্ছে ২২তম রিয়েল এস্টেট এক্সপো তে” “সিটি গ্রুপ নারী কাবাডি লিগে পুলিশ চ্যাম্পিয়ন” গজারিয়ায় ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে এক প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ উঠেছে গজারিয়া উপজেলা সরকারি দুই দপ্তরের দুই কর্মকর্তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীর নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই : কৃষিমন্ত্রী

ইমরান খান থেকে বাংলাদেশের জয়-দুর্জয়

বিশ্ব ক্রিকেটের তুখোড় খেলোয়াড় ছিলেন পাকিস্তানের ইমরান খান। তাঁর হাত ধরেই পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল। বিশ্বকাপ জয়ের দুই দশক পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু খেলোয়াড় থেকে রাজনীতির মাঠ কাঁপানোর তালিকায় তিনিই একমাত্র ব্যক্তি নন। আছেন আরও অনেকে। এমন সাবেক তারকা খেলোয়াড়কে নিয়ে এই প্রতিবেদন, যাঁরা রাজনীতিতেও সফল হয়েছেন

জর্জ উইয়াহ: ছিলেন ফুটবলার, এখন লাইবেরিয়ার প্রেসিডেন্ট

জর্জ উইয়াহ
ইমরানের উত্থানের সঙ্গে একেবারে মিলে যায় জর্জ উইয়াহর রাজনৈতিক সফলতা। গত জানুয়ারিতে তিনি আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। রাজধানী মনরোভিয়া বস্তিতে বেড়ে ওঠা উইয়াহ ব্যালন ডি’অর জেতা প্রথম নন-ইউরোপিয়ান ও একমাত্র আফ্রিকান ফুটবলার। ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে হেরে যান। তবে ঠিক এক যুগ পর জয়ী হয়ে শাসনক্ষমতায় অধিষ্ঠিত হন।

আর্নল্ড শোয়ার্জেনেগার: বডিবিল্ডার ছিলেন, অভিনয় করেছেন, এরপর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর হনআর্নল্ড শোয়ার্জেনেগার
রুপালি পর্দা ও রাজনীতিতে আসার আগে অস্ট্রীয় বংশোদ্ভূত আর্নল্ড শোয়ার্জেনেগার বিশ্বের একজন সেরা শরীরচর্চাবিদ ছিলেন। বডিবিল্ডার হিসেবে তিনি সবচেয়ে কম বয়সী বিশ্ব চ্যাম্পিয়ন। এরপর ১৯৮০-এর দশকে হলিউডে একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেন আর্নল্ড। মধ্যপন্থী রিপাবলিকান হিসেবে তিনি ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন।

ম্যানি পেকিয়াও: বক্সিংয়ের খ্যাতি নিয়ে রাজনীতিতে যুক্ত হন। ফিলিপাইনের সিনেট সদস্য ছিলেনম্যানি পেকিয়াও
ফিলিপাইনের দারিদ্র্যকবলিত লাখ লাখ তরুণের আদর্শ ম্যানি পেকিয়াও। একেবারে রাস্তা থেকে তিনি আরোহণ করেছেন বক্সিংয়ের শীর্ষে। ১২টি ওয়ার্ল্ড খেতাব জিতেছেন তিনি। বক্সিংয়ের খ্যাতি নিয়ে রাজনীতিতে যুক্ত হন পেকিয়াও। প্রথমে তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভ, পরে সিনেট সদস্য নির্বাচিত হন। এখন তিনি প্রেসিডেন্ট নির্বাচনের চিন্তা করছেন।

ভিতালি ক্লিচকো: একসময়ের হেভিওয়েট চ্যাম্পিয়ন এখন ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়রভিতালি ক্লিচকো
হেভিওয়েট চ্যাম্পিয়নদের একজন ইউক্রেনের ভিতালি ক্লিচকোর ঘুষিতে কতজনই না নাকানিচুবানি খেয়েছেন। ২০১৪ সালে ইউক্রেনে অরেঞ্জ বিপ্লবের সময় সরকারবিরোধীদের সরাসরি সমর্থন জানিয়ে রাজনীতিতে ঝড় তোলেন তিনি। বর্তমানে তিনি রাজধানী কিয়েভের মেয়র।

অর্জুনা রানাতুঙ্গা: ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা এনে দেওয়া অধিনায়ক বর্তমানে জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীঅর্জুনা রানাতুঙ্গা
ইমরানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ শিরোপা জয়ের চার বছর পর শিরোপা জেতে শ্রীলঙ্কা। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে ইমরানের মতোই ভূমিকা রাখেন অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। পরে তিনি রাজনীতিতে আসেন। ২০১৫ সালে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে। এর আগে তিনি জুনিয়র পর্যটনমন্ত্রী ছিলেন।

নভজ্যোত সিং সিধু
ভারতের সাবেক ক্রিকেটার সিধু ২০০৪ সালে ভারতীয় জনতা পার্টির মনোনয় নিয়ে পাঞ্জাবের অমৃতসর থেকে সাধারণ নির্বাচনে জয়ী হন। ২০১৪ সাল পর্যন্ত তিনি এই আসনের সাংসদ ছিলেন। ২০১৬ সালে সিধুকে রাজ্য সভার সদস্য মনোনীত করা হয়। কিন্তু ওই বছরই তিনি রাজ্য সভা থেকে পদত্যাগ করেন। ২০১৭ সালে বিজেপি ছেড়ে ভারতীয় কংগ্রেসে যোগ দেন। পাঞ্জাবের বিধান সভার সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি পাঞ্জাবের স্থানীয় সরকার, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী হিসেবে কাজ করছেন।

নাঈমুর রহমান ও আরিফ খান জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন রাজনীতিতে ব্যস্তবাংলাদেশের জয়-দুর্জয়
দুজনই ছিলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক। একজন ফুটবল দলের, অন্যজন ক্রিকেটের। আরিফ খান জয় ও নাঈমুর রহমান দুর্জয় দুজনই বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারে আছেন। জয় তো ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন। এই প্রথম কোনো সাবেক ক্রীড়াবিদ এই মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়েছেন। ২০১৪ সালে নেত্রকোনা-২ থেকে নির্বাচিত হন তিনি। একই নির্বাচনে মানিকগঞ্জ ১ থেকে নির্বাচিত হন নাঈমুর রহমান। নাঈমুর বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক ছিলেন। শুধু তা-ই নয়, ওই টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটও নিয়েছিলেন তিনি।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশার কামড়ে দিশেহারা ডেমরা কোনাপাড়ার এলাকাবাসী।

ইমরান খান থেকে বাংলাদেশের জয়-দুর্জয়

আপডেট টাইম ০৭:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ অগাস্ট ২০১৮

বিশ্ব ক্রিকেটের তুখোড় খেলোয়াড় ছিলেন পাকিস্তানের ইমরান খান। তাঁর হাত ধরেই পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল। বিশ্বকাপ জয়ের দুই দশক পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু খেলোয়াড় থেকে রাজনীতির মাঠ কাঁপানোর তালিকায় তিনিই একমাত্র ব্যক্তি নন। আছেন আরও অনেকে। এমন সাবেক তারকা খেলোয়াড়কে নিয়ে এই প্রতিবেদন, যাঁরা রাজনীতিতেও সফল হয়েছেন

জর্জ উইয়াহ: ছিলেন ফুটবলার, এখন লাইবেরিয়ার প্রেসিডেন্ট

জর্জ উইয়াহ
ইমরানের উত্থানের সঙ্গে একেবারে মিলে যায় জর্জ উইয়াহর রাজনৈতিক সফলতা। গত জানুয়ারিতে তিনি আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। রাজধানী মনরোভিয়া বস্তিতে বেড়ে ওঠা উইয়াহ ব্যালন ডি’অর জেতা প্রথম নন-ইউরোপিয়ান ও একমাত্র আফ্রিকান ফুটবলার। ২০০৫ সালে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে হেরে যান। তবে ঠিক এক যুগ পর জয়ী হয়ে শাসনক্ষমতায় অধিষ্ঠিত হন।

আর্নল্ড শোয়ার্জেনেগার: বডিবিল্ডার ছিলেন, অভিনয় করেছেন, এরপর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর হনআর্নল্ড শোয়ার্জেনেগার
রুপালি পর্দা ও রাজনীতিতে আসার আগে অস্ট্রীয় বংশোদ্ভূত আর্নল্ড শোয়ার্জেনেগার বিশ্বের একজন সেরা শরীরচর্চাবিদ ছিলেন। বডিবিল্ডার হিসেবে তিনি সবচেয়ে কম বয়সী বিশ্ব চ্যাম্পিয়ন। এরপর ১৯৮০-এর দশকে হলিউডে একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দেন আর্নল্ড। মধ্যপন্থী রিপাবলিকান হিসেবে তিনি ২০০৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন।

ম্যানি পেকিয়াও: বক্সিংয়ের খ্যাতি নিয়ে রাজনীতিতে যুক্ত হন। ফিলিপাইনের সিনেট সদস্য ছিলেনম্যানি পেকিয়াও
ফিলিপাইনের দারিদ্র্যকবলিত লাখ লাখ তরুণের আদর্শ ম্যানি পেকিয়াও। একেবারে রাস্তা থেকে তিনি আরোহণ করেছেন বক্সিংয়ের শীর্ষে। ১২টি ওয়ার্ল্ড খেতাব জিতেছেন তিনি। বক্সিংয়ের খ্যাতি নিয়ে রাজনীতিতে যুক্ত হন পেকিয়াও। প্রথমে তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভ, পরে সিনেট সদস্য নির্বাচিত হন। এখন তিনি প্রেসিডেন্ট নির্বাচনের চিন্তা করছেন।

ভিতালি ক্লিচকো: একসময়ের হেভিওয়েট চ্যাম্পিয়ন এখন ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়রভিতালি ক্লিচকো
হেভিওয়েট চ্যাম্পিয়নদের একজন ইউক্রেনের ভিতালি ক্লিচকোর ঘুষিতে কতজনই না নাকানিচুবানি খেয়েছেন। ২০১৪ সালে ইউক্রেনে অরেঞ্জ বিপ্লবের সময় সরকারবিরোধীদের সরাসরি সমর্থন জানিয়ে রাজনীতিতে ঝড় তোলেন তিনি। বর্তমানে তিনি রাজধানী কিয়েভের মেয়র।

অর্জুনা রানাতুঙ্গা: ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ ক্রিকেটে শিরোপা এনে দেওয়া অধিনায়ক বর্তমানে জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীঅর্জুনা রানাতুঙ্গা
ইমরানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ শিরোপা জয়ের চার বছর পর শিরোপা জেতে শ্রীলঙ্কা। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে ইমরানের মতোই ভূমিকা রাখেন অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। পরে তিনি রাজনীতিতে আসেন। ২০১৫ সালে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে। এর আগে তিনি জুনিয়র পর্যটনমন্ত্রী ছিলেন।

নভজ্যোত সিং সিধু
ভারতের সাবেক ক্রিকেটার সিধু ২০০৪ সালে ভারতীয় জনতা পার্টির মনোনয় নিয়ে পাঞ্জাবের অমৃতসর থেকে সাধারণ নির্বাচনে জয়ী হন। ২০১৪ সাল পর্যন্ত তিনি এই আসনের সাংসদ ছিলেন। ২০১৬ সালে সিধুকে রাজ্য সভার সদস্য মনোনীত করা হয়। কিন্তু ওই বছরই তিনি রাজ্য সভা থেকে পদত্যাগ করেন। ২০১৭ সালে বিজেপি ছেড়ে ভারতীয় কংগ্রেসে যোগ দেন। পাঞ্জাবের বিধান সভার সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি পাঞ্জাবের স্থানীয় সরকার, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী হিসেবে কাজ করছেন।

নাঈমুর রহমান ও আরিফ খান জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন রাজনীতিতে ব্যস্তবাংলাদেশের জয়-দুর্জয়
দুজনই ছিলেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক। একজন ফুটবল দলের, অন্যজন ক্রিকেটের। আরিফ খান জয় ও নাঈমুর রহমান দুর্জয় দুজনই বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারে আছেন। জয় তো ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছেন। এই প্রথম কোনো সাবেক ক্রীড়াবিদ এই মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়েছেন। ২০১৪ সালে নেত্রকোনা-২ থেকে নির্বাচিত হন তিনি। একই নির্বাচনে মানিকগঞ্জ ১ থেকে নির্বাচিত হন নাঈমুর রহমান। নাঈমুর বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক ছিলেন। শুধু তা-ই নয়, ওই টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেটও নিয়েছিলেন তিনি।